ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গোপন কথা ফাঁস

চার বছর আগেই আমাদের বাগদান হয়েছিল : দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৩১ ডিসেম্বর ২০১৮

বলিউডের ‘রামলীলা’ জুটি এখন একই ছাদের নিচে থাকছেন। বছরের সেরা জুটিদের তালিকায় নাম রয়েছে তাদের। ইতালির লেক কোমোয় ১৪ নভেম্বর, ২০১৮ বিয়ে হয় তাদের। এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের কাছে। কারণ লেক কোমোতে এই দিনেই তাদের চার হাত এক হয়েছে। বিয়ের পর একের পর এক ওয়েডিং রিসেপশনে তাক লাগিয়েছেন নবদম্পতি। সেই সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এমুহুর্তে রণভীর সিং তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিম্বা’র প্রচারে ব্যস্ত। এরই মাঝে দীপিকার একটি সাক্ষাৎকার দিয়েছেন। যার চুম্বক অংশ অনেককেই চমকে দিয়েছে। জানা গেছে- চার বছর আগেই নাকি বাগদান পর্ব সেরে ফেলেছিলেন এই দম্পতি। যদিও কোথায়, কীভাবে এনগেজমেন্ট হয়েছে সে বিষয় মুখ খোলেননি তিনি।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শো’তে প্রথম দেখা হয়েছিল রণভীর-দীপিকার। তারপর একদিন যশ রাজের অফিসে দেখা হয় তাদের। সেখানে রণভীর দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন। শুনতে যদিও সাধারণ লাগছে, তবে মজাটা রয়েছে অন্য জায়গায়। ফ্লার্ট করার সময় রণভীর অন্য একজনকে ডেট করছিলেন।
সূত্র : কলকাতা ২৪
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি