ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার সত্যিই চলে গেলেন অভিনেতা কাদের খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৪৪, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এবার সত্যিই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কাদের খান। কানাডার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বলিউড।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কাদের খান। ৩ বছর আগে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রপচার করা হয় তার। অস্ত্রপাচারের পর থেকে হাঁটাচলাতেও বেশ অসুবিধাই হত বলিউড অভিনেতার। কিন্তু, ডিসেম্বর মাস থেকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। বড় ছেলে সরফরাজ এবং তার স্ত্রী বাবার দেখাশোনা করতেন। কিন্তু, বেশ কিছুদিন ধরেই কাদের খান চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। ফলে, তাকে কানাডায় নিয়ে যাওয়া হয়। কিন্তু, ২০১৯ সালের শুরুর দিনই জানা যায়, আর নেই বর্ষীয়ান অভিনেতা কাদের খান।

এর আগে গতবছর শেষ দিকে তার মৃত্যুর গুজব সংবাদ প্রকাশ পায়। যা মিথ্যে দাবি করে ছেলে জানান বাবা এখনও হাসপাতালে। তবে এবার সত্যিই তিনি মারা গেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় বিভিন্নগণমাধ্যম।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি