ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

লোকসভা নির্বাচনে লড়বেন অভিনেতা প্রকাশ রাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:০১, ২ জানুয়ারি ২০১৯

নতুন বছরে বড়সড় ঘোষণা দিলেন অভিনেতা প্রকাশ রাজ। মোদী সরকারের সমালোচনা করে রাজনীতির মাঠে বেশ আলোচিত হন তিনি।

এবার রজনীকান্ত, কমল হাসানের পর হেভিওয়েট এই অভিনেতাও পা রাখলেন রাজনীতির ময়দানে৷ আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে লড়বেন বলে জানান তিনি৷

হিন্দি এবং তামিল সহ বহু ভাষাতেই বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি৷ তবে কোন স্থান থেকে এই নির্বাচনে তিনি লড়বেন তা অবশ্য স্পষ্ট করেননি এই অভিনেতা৷ তবে ঘনিষ্ঠমহলের মতে তিনি কর্ণাটক থেকে লড়তে পারেন৷

১ জানুয়ারি তিনি টুইট করে জানান, ‘সকলকে হ্যাপি নিউ ইয়ার… নতুনের সূচণা৷ অনেক দায়িত্ব এবং আপনাদের সমর্থন সঙ্গে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্টিডেট হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছি৷ সংসদীয় এলাকা সম্পর্কে খুব শীঘ্রই জানাবো।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বহুবার শিরোনামে এসেছেন তিনি৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা মামলায় মোদীর নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন৷

তিনি মোদীকে তার থেকেও বড় অভিনেতা বলে কটাক্ষ করেছিলেন৷ সেই সঙ্গে তার জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ারও হুমকি দেন৷

তবে বিবাদ বাড়তে শুরু করলে তাকে সাফাই দিতে ফের ময়দানে নামতে হয়৷ লখনউয়ে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল বলে জানা যায়৷ মোদী ছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও টার্গেট করেছিলেন তিনি৷

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি