ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৩ জানুয়ারি ২০১৯

চিত্রনায়িকা পপি। ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ নায়িকা এখনও বিয়ে করেননি। অথচ তার সমবয়সী অধিকাংশ নায়িকারই বিয়ে হয়ে গেছে। যদিও তার প্রেম-বিয়ে নিয়ে বহু গুঞ্জন শোবিজ অঙ্গনে উঠে এসেছে। অবশেষে এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে কিছুটা সময় লাগবে তার।
গণমাধ্যমকে চিত্রনায়িকা পপি বলেন, ‘এ বছরের শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজাতে চাই।’
পপি আরও বলেন, ‘পাত্র এখনও ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শীঘ্রই বরের নাম জানা যাবে।’

নায়িকা জানান, গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই তিনি বিয়ে করবেন।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে পপি বলেন, ‘হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে, যা কিছুদিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও নতুন কিছু সিনেমাতে অভিনয়ের কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি