ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কার জন্য এতো ভালবাসা প্রকাশ করলেন প্রসেনজিৎ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ৬ জানুয়ারি ২০১৯

জন্মদিন, প্রত্যেকের কাছেই স্পেশাল। আর তা যদি হয় সন্তানের, তা হলে বাবা-মা হিসেবেও দিনটা স্পেশাল হয়ে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও ৬ জানুয়ারি তেমনই স্পেশ্যাল। কারণ আজ তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই স্টার কিডকে মিশুক নামেই চেনেন টলি ইন্ডাস্ট্রির সদস্যরা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। মেসির অন্ধ ভক্ত মিশুক। আর্জেন্টিনার খেলা তার পছন্দের।

সে কারণেই ছেলেকে আর্জেন্টিনার খেলা দেখাতে ২০১৮-এ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের আসরে নিয়ে গিয়েছিলেন। সেখানে আর্জেন্টিনার জার্সি পরে ছবি তুলেছিলেন দু’জনে। সে ছবিই আজ শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসেনজিৎ লিখেছেন, ‘যে ভালবাসার কোনও সীমা নেই, যে মনোযোগের কোনও ভাগ হয় না, আজীবনের প্রশ্রয়... যত্ন... এ সবই আমি তোমার জন্য করতে পারি আমার রাজা। খুশি থাক। দারুণ জন্মদিন কাটাও।’

পড়াশোনার জন্য কলকাতার বাইরে থাকে মিশুক। ছুটিতে বাড়ি ফিরলে অর্পিতা এবং প্রসেনজিৎ দু’জনেই তাকে সময় দেওয়ার চেষ্টা করেন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এই স্টার কিডকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি