ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বয়সে ছোটদের সঙ্গে প্রেম করেছেন যেসব বলি নায়িকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৫১, ১০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বলি নায়িকাদের অনেকেই বয়সে ছোটদের সঙ্গে প্রেম করেছেন। কেউ বয়সে ১০ বছরের ছোট, কেউ বা ১৫। কিন্তু তাতে থোড়াই কেয়ার। নিজেদের চেয়ে বয়সে ছোট পার্টনারদের নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তাঁরা। দেখে নেওয়া যাক এমনই কয়েক জন বলি নায়িকাদের, যাঁদের পার্টনাররা তাঁদের চেয়ে বয়সে ছোট।       

নিক জোনাসের থেকে প্রিয়ঙ্কা চোপড়া ১০ বছরের বড়। বেশ কিছু দিন ধরে প্রেম করার পর সম্প্রতি বিয়েও করে ফেললেন দু’জনে।

প্রেম করছেন সুস্মিতা সেনও। মডেল রোহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। সুস্মিতা আর রোহমানের বয়সের ফারাক প্রায় ১৫ বছরের।    

সম্প্রতি অঙ্গদ বেদীর গলায় মালা পরিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর থেকে নেহা ধুপিয়া ৩ বছরের বড়।

কয়েক বছর আগে বিয়ে করেছেন সোহা আলি খান এবং কুণাল খেমু। এই কুণালের থেকে নবাব পরিবারের কন্যা প্রায় পাঁচ বছরের বড়।

সাত পাকে বাঁধা পড়েছেন বিপাশা বসুও। বিপাশার স্বামী কর্ণ সিংহ গ্রোভার তাঁর থেকে তিন বছরের ছোট।

কাশ্মিরী মডেল এবং ব্যবসায়ী মহসিন আখতারকে বিয়ে করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মহসিনের থেকে উর্মিলা প্রায় ১০ বছরের বড়।

কিছু দিন ধরেই জল্পনা চলছে অর্জুন কাপূর এবং মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে। সম্পর্কের কথা দু’জনের কেউই স্বীকার করছেন ঠিকই, তবে হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে, ‘প্রেম বড় মধুর’। অর্জুনের থেকে মালাইকা প্রায় ১২ বছরের বড়।   

প্রেম করছেন কিম শর্মাও। কিমের প্রেমিক হর্ষবর্ধন রানে অভিনেত্রীর থেকে তিন বছরের ছোট।

এসি 
       


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি