ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

আবারও হলিউডের সিনেমায় খোলামেলা প্রিয়াংকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১০ জানুয়ারি ২০১৯

প্রিয়াংকা চোপড়া। ২০১৮ সালের শেষ দিকে হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর থেকেই ছুটিতে এই জুটি। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন দুজন। এটি এক কথায় হানিমুনের ছুটি। যা চলবে পুরো জানুয়ারি জুড়েই।

এদিকে ইতিমধ্যে প্রিয়াংকা হলিউডে তার অভিনীত নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। অনেকটা গোপনেই শুটিং করেছেন নায়িকা। এরই মধ্যে সেই সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে। সিনেমাটির নাম ‘ইস নট ইট রোমান্টিক’।
আমেরিকান অস্ট্রেলিয়ান ফ্যান্টাসি কমেডি এ সিনেমাটি পরিচালনা করেছেন টোড স্ট্রস এবং সুলসন। এখানে প্রিয়াংকার পাশাপাশি হলিউডের জনপ্রিয় তারকা লিয়াম হোমসওয়ার্থ, রেবেল ইউলসনসহ অনেকে।

প্রিয়াংকার প্রথম হলিউড সিনেমা ছিলো ‘বেওয়াচ’। সেই সিনেমাতে ব্যাপক খোলামেলা হয়ে হাজির হয়েছিলেন তিনি। দ্বিতীয় সিনেমাতেও সেই ধারাবাহিকতা অব্যহত থাকছে। কমেডি সিনেমা হলেও প্রিয়াংকা নিজের শরীরি আবেদন ছড়িয়েছেন ‘ইস নট ইট রোমান্টিক’ সিনেমাতেও। বেশ কয়েকটি দৃশ্যে তিনি বিকিনি পড়ে ক্যামেরাবন্দিও হয়েছেন।

আসছে ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘সিনেমাটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি দিক হয়ে থাকবে। এখানে আবেদনময়ী প্রিয়াংকাকে সবাই দেখতে পারবেন। এতে কমেডি দৃশ্যও মন ভরাবে সবার।’
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি