ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ প্রদর্শীত হবে ২৯টি সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫১, ১৭ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ অষ্টম দিন। এবারের উৎসবে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র দেখানো হবে। আজ বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ২৯টি চলচ্চিত্র দেখানো হবে।
এগুলো হলো- ‘হেন্ডি অ্যান্ড হরমোজ’ (ইরান), ‘ট্যাঙ্গো আর্গেনটিনো’ (সার্বিয়া), ‘ডোন্ট ওয়াক অ্যাওয়ে’ (চায়না), ‘অ্যাস আই কল’ (নরওয়ে), ‘মাস্ক’ (কাতার), ‘ইয়াং ডিটেক্টিবস’ (মঙ্গোলিয়া), ‘মাই সিক্রেট’ (মঙ্গোলিয়া), ‘সুপর্ণা’ (শ্রীলংকা), ‘সোল্ডার মেমোন্টাস’ (দক্ষিণ কোরিয়া), ‘হৃদয়ের রংধনু’ (বাংলাদেশ), ‘পমেলো’ (ভিয়েতনাম), ‘আরুআখ’ (কাজাখস্তান), ‘সান গোস অ্যারাউন্ড দ্য আর্থ’ (ভারত), ‘খেজদি’ (ভারত), ‘কাওস’ (তুরস্ক), ‘মুরাল’ (ইরান), ‘ওল্ড রোড’ (ইরান), ‘বাট আইসি হার ইন মাই ড্রিম’ (ইরান), ‘রোআই’ (ইংল্যান্ড), ‘ইন সার্চ আব সাইলেন্স’ (ইউগ্রেন), ‘আলগনেশ’ (ইতালি), ‘ট্যাক্সি’ (তাজাকিস্তান), ‘কিসমত’ (তুরস্ক), ‘নেডগ্রেদ গেটস লস্ট ফর অ্যা ডে’ (তুরস্ক), ‘দ্য অল সি ব্লাইন্ড’ (তুরস্ক), ‘দ্য জেন্টেল সেডনেস অব থিংস’ (তুরস্ক), ‘লিটল ফরেস্ট’ (কোরিয়া), ‘তিউনেসিয়া ফ্যাক্টরি’ (ফ্রান্স) এবং ‘কাদসভানেদান’ (ক্রোয়েশিয়া)।

চলচ্চিত্রগুলো জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, বেগম সুফিয়া কামাল মিলনায়তন, শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, আজ সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বংলাদেশের ‘হৃদয়ের রংধনু’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হবে। রাজিবুল হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিনা প্রেটভিজ, সামস কাদির, মুনতাসির সজল প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি