ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এমপি হতে চান নায়িকা মিষ্টি জান্নাত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫৮, ১৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সংরক্ষিত নারী আসনে অনেকেই এখন এমপি হতে চান। সে জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনছেন অনেক তারকা। তাদের মধ্যে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও সংসদ সদস্য হওয়ার আশায় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মিষ্টি জান্নাত রাজনীতিতে সক্রিয় না হলেও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মিষ্টি জান্নাত বলেন, কলেজে পড়াকালিন সময়ে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু সমর্থন ছিল সবসময়। আমার মা-চাচারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এখন সক্রিয় হতে চাই। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গেও ছিলাম। অনেক চিন্তাভাবনা করেই আজ দুপুরে (বৃহস্পতিবার) মনোনয়ন ফরম কিনেছি।

জান্নাতুল ফেরদৌস মিষ্টি `লাভ স্টেশন` চলচ্চিত্রের মাধ্যমেই এ জগতে পা রাখেন। মিষ্টি পড়ালেখা করছেন ডেন্টালে। কিন্তু চলচ্চিত্রকেই তিনি নিজের ঘর বলে মনে করেন। ‘চিনি বিবি’ ছবিতে তিনি অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।    

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি