ইমতিয়াজ বুলবুলের সঙ্গীত পরিচালনায় জনপ্রিয় গানগুলো
প্রকাশিত : ১৭:১০, ২৪ জানুয়ারি ২০১৯
(ফাইল ফটো)
দেশ বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার রাজধানীর বাড্ডায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে বুধবার দাফন করা হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরবার, সংগীত পরিচালক। তার সঙ্গীত পরিচালনায় জনপ্রিয় গানগুলো নিম্নে তুলে ধরা হলো-
-সব ক`টা জানালা খুলে দাও না [সাবিনা ইয়াসমিন]
-ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে [সাবিনা ইয়াসমিন]
-সেই রেললাইনের ধারে [সাবিনা ইয়াসমিন]
-সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য [সাবিনা ইয়াসমিন]
-ও আমার আট কোটি ফুল দেখ গো মালী [সাবিনা ইয়াসমিন]
-মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না [সাবিনা ইয়াসমিন]
-একতারা লাগে না আমার দোতারাও লাগে না [সাবিনা ইয়াসমিন]
-আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকব [সামিনা চৌধুরী]
-আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে [এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী]
-তোমায় দেখলে মনে হয় [এন্ড্রু কিশোর]
-ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ [এন্ড্রু কিশোর]
-কত মানুষ ভবের বাজারে [কনক চাঁপা]
-বাজারে যাচাই করে দেখিনি তো দাম [কনক চাঁপা]
-আম্মাজান আম্মাজান [আইয়ুব বাচ্চু]
-স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি [আইয়ুব বাচ্চু]
-আমার সারাদেহ খেয়ো গো মাটি [এন্ড্রু কিশোর]
-আমার বুকের মধ্যখানে [এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী]
-আমার বাবার মুখে প্রথম যেদিন [এন্ড্রু কিশোর]
-আমি তোমারি প্রেমভিখারি [সৈয়দ আবদুল হাদী]
-ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে [সাবিনা ইয়াসমিন]
-আইলো দারুণ ফাগুনরে [রুনা লায়লা]
-আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা [এন্ড্রু কিশোর]
-আমার জানের জান আমার আব্বাজান [বিপ্লব]
-ঈশ্বর আল্লাহ বিধাতা জানে [মনির খান ও কনক চাঁপা]
-এই বুকে বইছে যমুনা [মনির খান]
-সাগরের মতোই গভীর [এন্ড্রু কিশোর ও কনক চাঁপা]
-আমি জীবন্ত একটা লাশ [কুমার বিশ্বজিৎ]
-প্রেম কখনো মধুর [এন্ড্রু কিশোর ও খালিদ হাসান মিলু]
-পড়ে না চোখের পলক [এন্ড্রু কিশোর]
-যে প্রেম স্বর্গ থেকে এসে [খালিদ হাসান মিলু ও কনক চাঁপা]
-কী আমার পরিচয়, ঠিকানা কী জানি না [এন্ড্রু কিশোর]
-অনন্ত প্রেম তুমি দাও আমাকে [আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা]
-তুমি আমার জীবন, আমি তোমার জীবন [এন্ড্রু কিশোর ও রুনা লায়লা]
-তোমার আমার প্রেম এক জনমের নয় [আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা]
-তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ [এন্ড্রু কিশোর]
-জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন [খালিদ হাসান মিলু]
-ঘুমিয়ে থাকো গো সজনী [এন্ড্রু কিশোর]
-আমার হৃদয় একটা আয়না [এন্ড্রু কিশোর ও কনক চাঁপা]
-বিধি তুমি বলে দাও আমি কার [এন্ড্রু কিশোর, কনক চাঁপা, বিপ্লব]
-এই তুমি সেই তুমি যাকে আমি চাই [আসিফ ও কনক চাঁপা]
-তুমি মোর জীবনের ভাবনা [এন্ড্রু কিশোর ও কনক চাঁপা]
-তুমি আমার এমনই একজন [কনক চাঁপা]
-উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল [সালমা জাহান]
-কোন ডালে পাখিরে তুই বাঁধবি আবার বাসা [সুবীর নন্দী]
-একাত্তরের মা জননী কোথায় [রুনা লায়লা ও আগুন]
-বিদ্যালয় মোদের বিদ্যালয় [সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা]
-আমায় অনেক বড় ডিগ্রি দিসে [সুবীর নন্দী]
-এই জগৎ-সংসারে তুমি এমনই একজন [আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা]
-জীবন ফুরিয়ে যাবে [এন্ড্রু কিশোর ও কনক চাঁপা]
-পৃথিবী তো দু`দিনেরই বাসা [সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন]
-অনেক সাধনার পরে [খালিদ হাসান মিলু ও কনক চাঁপা]
-ওগো সাথী আমার তুমি কেন চলে যাও [খালিদ হাসান মিলু]
-তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন [সুবীর নন্দী ও মুক্তি]
এসএইচ/