ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

প্রকাশিত : ১২:৪৩, ২৭ জানুয়ারি ২০১৯

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী কখন যে প্রেমে পড়েন, আর কখন তার বিচ্ছেদ ঘটে তা এখন বোঝার উপায় নেই। একের পর এক সংসার গড়া ও ভেঙে ফেলা নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এবার নতুন খবর বাতাসে ভাসছে।

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী? টালিপাড়ায় কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে। অভিনেত্রী নাকি আবারও প্রেমে পড়েছেন। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন রোশন।
জানা গেছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তার সঙ্গে শ্রাবন্তীর পরিচয়। তাদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র চার মাস। সম্প্রতি তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছে বলে শোনা গেছে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গতবছর ১০ জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের তিনমাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাদের বিয়ে টিকল না সেবিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণ ভিরাজ কেউই মুখ খোলেননি।
যদিও শ্রাবন্তীর ঘনিষ্ঠরা বলছেন, রোশন সিংহের সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রাবন্তী ভেবেচিন্তেই এগোতে চাইছেন। এবিষয়ে এখনই প্রকাশ্যে তারা কিছুই বলতে চাইছেন না। তবে তারা একে অপরের বাড়িতে যাতায়ত শুরু করেছেন। বেশকিছু পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ। যদিও দ্বিতীয় স্বামী কৃষ্ণ ভিরাজের ক্ষেত্রেও শ্রাবন্তী এমনটাই বলেছিলেন।

প্রসঙ্গত, অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। তার ও রাজীবের একটি ছেলে রয়েছে। ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি