ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহিদ কাপুরের শ্যুটিং সেটে দুর্ঘটনা, যুবকের মৃত্যু

প্রকাশিত : ১১:০৯, ২৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

শাহিদ কাপুরের ছবির শ্যুটিং সেটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। তিনি বর্তমানে ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে ‘কবীর সিং’ ছবির অভিনয়ের জন্য রয়েছেন।

দক্ষিণী ছবির অনুকরণে তৈরি হচ্ছে এই ছবিটি। জানা যাচ্ছে শ্যুটিং সেটের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। মৃত্যু হয় রামু নামে এক জেনারেটর অপরেটরের। 

জানা যাচ্ছে রামু দেরাদুনের প্রেমনগরের একটি জেনারেটর কোম্পানির হয়ে কাজ করেন।গত বৃহস্পতিবার ‘কবীর সিং’-এর শুটিং চলাকালীন জেনারেটর ঠিক মতো কাজ করছে কিনা তা দেখতে গিয়েছিলেন তিনি। সে সময় জেনারেটরের ফ্যানে মাফলার আটেকে ঘটে যায় দুর্ঘটনা।

গুরুতর জখম অবস্থায় মুসৌরির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় রামুকে। তবে তার মাথার চোট গুরুতর হওয়ায় তাকে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রে খবর হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাদের হোটেলে এধরনের ঘটনার কথা অস্বীকার করেছেন। যদিও ছবির প্রযোজক সংস্থার তরফে রামুর পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, কবীর সিং ছবিতে এক নেশাগ্রস্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুরকে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। ছবিটি মুক্তি পাচ্ছে এবছরের ২১ জুন।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি