ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পী সমিতিকে গরু দিলেন ডিপজল  

প্রকাশিত : ২২:২৮, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৬, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিবছরই বনভোজনের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। বুধবার (৩০ জানুয়ারি) গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে বসবে তারকাদের এ মিলনমেলা।    

তারকাদের এ মেলায় খাওয়া নিয়েও থাকে বিশাল আয়োজন। নানা পদের খাবারে থাকে ভরপুর। তাই এই আয়োজনে এবার শামিল হলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি শিল্পী সমিতিকে দুইটি গরু উপহার দিয়েছেন।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘মনোয়ার হোসেন ডিপজল ভাই বিপদে আপদে সব সময় আমাদের পাশে থাকেন। তিনি আমাদের অভিভাবকের মতো। এবারের পিকনিকে তিনি দুটি গরু উপহার দিয়েছেন আমাদের। তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।’

শিল্পী সমিতির বনভোজনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা এতে নাচে ও গানে মাতিয়ে রাখবেন অনুষ্ঠানকে। এর পাশাপাশি গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। প্রতি বছরের এই আয়োজনে নবীন প্রবীণ সব শিল্পীরাই অংশ নিয়ে থাকেন। দিনভর আড্ডা গানে মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠনাকে। 


এসি

  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি