ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংরেজি গানের তালে মিমির নাচ, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৯:২৫, ৩০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৩, ৩০ জানুয়ারি ২০১৯

টলিউডের অন্যতম অভিনেত্রী তিনি কখনও অঙ্কুশের সঙ্গে স্কিন শেয়ার করে দর্শকদের ভালবাসা কুড়িয়ে নেন আবার কখনও পর্দায় সোহমকে ধমকে রাগি প্রেমিকার ভূমিকাতেও নজর কাড়েন দর্শকদের

 বুঝতেই পারছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথাই বলা হচ্ছে।  আর এবার সেই মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন।

যেখানে বেশ মজা করেই একটি জনপ্রিয় ইংরেজি গানের তালে কোমর দোলাতে দেখা যায় মিমিকে। বাঙালি অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

যদিও মিমির এই ভিডিও দেখে এক একজনের মনে এক একরকম প্রশ্ন উঠতে শুরু করেছে। মিমি কি জীবন নিয়ে নতুন কিছু ভাবছেন, আর সেই কারণেই হাল ছাড়তে না করছেন কাউকে?

না কি আবার নতুন করে প্রেমের জোয়ারে ভাসছেন মিমি, সে বিষয়ে অভিনেত্রী অবশ্য কোনও মন্তব্য করেননি। কিন্তু, তার এই নতুন ইনস্টা ভিডিও দেখে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

ভিডিও দেখতে এই লিংকটি দেখতে পারেন-

https://www.instagram.com/p/BtNRQKiAJ27/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি