ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

আয় না করা পর্যন্ত, তৈমুর ব্রান্ডের জিনিস পাবে না!

প্রকাশিত : ১১:৪১, ৩০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৬, ৩০ জানুয়ারি ২০১৯

বলিউডের স্টার কিডদের তালিকায় বর্তমানে অন্যতম জনপ্রিয় মুখ হচ্ছে তৈমুর আলি খান। জন্মের পর থেকেই তৈমুর লাইমলাইটে। যে কোনও সাক্ষাৎকারে কারিনা বা সাইফের কাছে তৈমুরকে নিয়ে কোনও না কোনও প্রশ্ন থাকেই।

তেমনই সম্প্রতি করিনার কাছে জানতে চাওয়া হয়, কোথা থেকে তিনি তৈমুরের পোশাক কেনেন। একটুও বিরক্ত না হয়ে চটজলদি জবাবও দিয়েছেন কারিনা।

করিনা জানিয়েছেন, এখন পর্যন্ত তৈমুরকে কোনও ব্র্যান্ডেড পোশাক কিনে দেননি তিনি। কারণ? ‘তৈমুর নিজে রোজগার করে না। ওর বাবা-মাকে অনেক কষ্ট করে রোজগার করতে হয়। ও যখন নিজে রোজগার করতে শিখবে, তখন ইচ্ছে হলে ব্র্যান্ডেড পোশাক পরবে। তার আগে নয়।

কারিনা জানান, তিনিও রোজগার করার আগে সাধারণ পোশাকেই অভ্যস্ত ছিলেন। বাবা-মা কখনও দামি পোশাক কিনে দেননি। নিজের ছেলেকেও সে ভাবেই বড় করতে চান কারিনা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি