ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে গানে ফিরলেন নেহা (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে গায়িকা নেহা কক্করের বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে কম শোরগোল হয়নি মিডিয়া পড়ায়। বিষয়টি সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন নেহা নিজেই।স্বাভাবিকভাবেই খবরটি ছড়িয়ে পড়ে।

ইনস্টা পোস্টের মাধ্যমে নেহা জানিয়েছিলেন, তিনিও আর পাঁচজনের মতো মানুষ, তাই বিচ্ছেদের ধাক্কা এত সহজে মেনে নিতে পারছেন না। তার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। এমনকি তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

সকলের কাছে অনুরোধ করেছিলেন যাঁরা পুরো ঘটনাটা জানেন না, তারা যেন কিছু না জেনেই বিচার করতে না বসেন। জানিয়েছিলেন তিনি ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মনে হচ্ছে তিনি সবকিছু হারিয়ে বসে রয়েছেন।

তবে যে নেহা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় এধরনের পোস্ট করেছিলেন, সেই নেহাই এবার গেয়েছেন `ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা` গান।

এই গানের মধ্যে দিয়েই যেন নেহা বলতে চেয়েছেন হিমাংশের সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন তিনি। সাময়িক ভেঙে পড়লেও এবার শক্ত হয়ে উঠেছেন, এসবে কিছুই আসে যায় না তার।

গানটি দেখতে-

 

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি