ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মুক্তি পেল দুটি সিনেমা

প্রকাশিত : ১২:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একমাস বিরতির পর আবারও জমে উঠছে ঢালিউড। আজ মুক্তি পেয়েছে দুটি সিনেমা। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় একটির নাম ‘আমার প্রেম আমার প্রিয়া’।

এ সিনেমাতে অভিনয় করেছেন- কায়েস আরজু, পরীমনি, মিশা সওদাগর, আলিরাজ, ডন প্রমুখ। এটি সারা দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে কায়েস আরজু দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন।

অন্যদিকে বেশ কয়েক মাস পর মুক্তি পেল পরীমনি অভিনীত নতুন সিনেমা।

এতে অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘সংখ্যায় কম হলেও ভালো গল্পের সিনেমার জন্য অপেক্ষা করি। আমার অভিনীত এ সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী চমৎকার। গ্রামীণ একটি গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। সপরিবারে দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

অন্যদিকে তারেক শিকদারের পরিচালনায় আজ মুক্তি পেয়েছে ‘দাগ’ নামে আরও একটি সিনেমা। এটি সারা দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আঁচল, ডিজে সোহেল, অরুণা বিশ্বাস, রিনা খান প্রমুখ।

এ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা আঁচল দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি