ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বলিউড খল অভিনেতা মহেশের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ১১:২৬, ১০ ফেব্রুয়ারি ২০১৯

বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তবে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানান রহস্য। কারণ মহেশ আনন্দের মৃতদেহ পাওয়া গিয়েছে তার নিজ বাড়ির নিজ কক্ষে। তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত করা যায়নি।

কেউ বলছেন- হার্ট অ্যাটাক, কেউ বলছে অন্যকোনো কারণে তিনি মারা গেছেন। আর এ জন্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মহেশ আনন্দ। তার অভিনিত সিনেমার মধ্যে রয়েছে- ‘শাহেনশাহ’, ‘মজবুর’, ‘স্বর্গ’, ‘থানাদার’, ‘গুমরাহ’, ‘খুদদার’, ‘বেতাজ বাদশা’, ‘বিজেতা’, ‘কুরুক্ষেত্র’ প্রভৃতি।

সূত্র : কলকাতা ২৪ 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি