ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি

প্রকাশিত : ১৩:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি সোয়াইন ফ্লুতে ভুগছেন। তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রচন্ড সর্দি ও কাশি নিয়ে পারিবারিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন শাবানা। যাবতীয় মেডিক্যাল পরীক্ষার পর রক্তে এইচ১এন১ ভাইরাসের প্রমাণ মেলে। তারপরই চিকিৎসকের পরামর্শে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন শাবানা আজমি।
যদিও সোয়াইন ফ্লু নিয়ে বিশেষ চিন্তিত নন জাভেদ পত্নী। বরং অসুস্থতার জন্য বিশ্রাম নিতে পেরে দারুণ খুশি তিনি।

শাবানা জানিয়েছেন, এই সময়টা তিনি নিজের জন্য কাটাতে চান। ব্যস্ততার জন্য অলসভাবে বিছানায় শুয়ে চিন্তা ভাবনা করার সময় একদমই পান না তিনি। সোয়াইন ফ্লুর কারণে প্রয়োজনীয় বিশ্রাম তাকে নিতেই হবে। ফলে হেকটিক সিডিউল থেকে কিছুদিন বিরতি পাবেন ভেবেই আনন্দিত শাবানা।
প্রসঙ্গত, শাবানাকে শেষবার দেখা গিয়েছিল জয়পুর সাহিত্য উৎসবে। সেখানে উপস্থিত ছিলেন শাবানার স্কুলের সহপাঠী ও বন্ধু শোভা দে। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেন অভিনেত্রী।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি