ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মেয়ের চুলে রং করে ট্রোল হলেন মীরা

প্রকাশিত : ১০:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

শাহিদ কাপুর পত্নী মীরা রাজপুত তার ২ বছরের মেয়ের চুলে রং করে ট্রোল হয়েছেন । এত ছোট বাচ্চার চুলে কেন রং করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন মীরা।

আইএএনএস-কে মীরা এবিষয়ে জানান, ‘ এটা মোটেও চুলের রং নয়, এটা আঁকার রং। এটা একটা ক্ষণিকের বিষয়। এটা মিশার সঙ্গে একটা সুন্দর সময় কাটানোর একটা মুহূর্ত। এটা নিজের সন্তানকে সৃজনশীল করে তোলারই একটা উদ্যোগ। এটা কোনও গুরুতর বিষয় নয়।’

শাহিদ পত্নী মীরা মেয়ে মিশার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছিলেন, ‘আমি অন্যান্য মায়েদের মতো নয়, আমি কুল মা।’

এত ছোট বাচ্চার চুলে কেন রং করা হয়েছে এর পরেই প্রশ্ন তোলের নেটিজেনরা। সামলোচনা করা হয়। এবিষয়ে অবশ্য শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনও বলেন, ওটা এক্কেবারেই ছোটদের জন্য ক্ষণিকের বিষয়, অনেক পরিকল্পনা করে ওই ছবি তোলা হয়েছে। ওটা কোনও সিরিয়াস বিষয় নয়, আর ওটা চুলের রংও নয়।

প্রসঙ্গত, এর আগে অ্যান্টি ক্রিমের বিজ্ঞাপন করার জন্যও ট্রোল হয়েছিলেন মীরা।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি