ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তায়েব-মাহির ‘অন্ধকার জগত’ ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত : ১৩:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ডিএ তায়েব ও মাহিয়া মাহির সিনেমা ‘অন্ধকার জগত’। নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটি সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নায়ক-প্রযোজক ডিএ তায়েব মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। 

ডি এ তায়েব বলেন, ‘আমার নতুন সিনেমার কাহিনি সন্ত্রাসজগতের গল্প নিয়ে। সিনেমায় মানবতার গল্প পাবেন দর্শক। হল মালিকদের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ উৎসাহ দেখেছি।’ 

‘অন্ধকার জগত’ সিনেমাতে তায়েব-মাহি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ, যুবরাজ শামীমসহ আরও অনেকে। 

সিনেমাটির মুক্তি উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণাও শুরু করেছেন সংশ্লিষ্টরা। নায়ক শাকিব খানও সিনেমাটির ডিজিটাল প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া এফডিসির সামনে প্রজেকশনের মাধ্যমে সিনেমার গান ট্রেলার প্রদর্শন করতে দেখা গেছে। 

এর আগে ডিএ তায়েবকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে দেখা গেছে। ওই সিনেমাতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি ও পরীমণি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি