অস্কারের আসর বসছে আজ
প্রকাশিত : ০৯:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
আজ রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি ভোর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। সবার নজর তাই চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের দিকে।
প্রতি বছরের মতো এবারও টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। আমেরিকার দর্শকরা ‘এবিসি’তে উপভোগ করতে পারবেন এ বর্ণাঢ্য আয়োজন। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশের দর্শকরা অস্কার অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
বাংলাদেশের দর্শক অস্কার উপভোগ করতে পারবেন ভারতীয় চ্যানেল স্টার মুভিজে। বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫টা থেকে দেখা যাবে অস্কার অনুষ্ঠান। এ সময়ে লালগালিচা মাতানো শুরু করবেন তারকারা। মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় ৭টা থেকে।
এবারের আসরে আলফনসো কুয়ারন পরিচালিত ‘রোমা’ ও ইয়র্গেস লানতিমোসের ‘দ্য ফেভারিট’ সর্বোচ্চ ১০টি করে মনোনয়ন পেয়েছে। সেরা ছবি বিভাগে লড়াই করবে ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাকক্লান্সম্যান, বোহেমিয়ান রেপসোডি, দ্য ফেভারিট, গ্রিন বুক, রোমা, এ স্টার ইজ বর্ন ও ভাইস।
সেরা পরিচালক বিভাগে লড়বেন স্পাইক লি (ব্ল্যাকক্লান্সম্যান), পাওয়েল পাওলিকস্কি (কোল্ড ওয়ার), ইয়র্গেস লানতিমোসের (দ্য ফেভারিট), আলফনসো কুয়ারন (রোমা) ও অ্যাডাম ম্যাককে (ভাইস)।
সেরা অভিনেতা হওয়ার দৌড়ে লড়াই করবেন ক্রিস্টিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (এ স্টার ইজ বর্ন), উইলেম দাফো (অ্যাট ইটারনিটিস গেট), রামি মালেক (বোহেমিয়ান রেসোডি) ও ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)।
সেরা অভিনেত্রী বিভাগে লড়বেন ইয়ালিতজা আপারিতিও (রোমা), গ্লেন ক্লোস (দ্য ওয়াইফ), অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), লেডি গাগা (এ স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাকার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি)।
এ ছাড়া আরও ২০টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
এসএ/