ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্কারের ৯১তম আসরের পর্দা উঠল

প্রকাশিত : ০৯:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসরের উদ্বোধন হয়। মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে হলিউডের ডলবি থিয়েটার হলে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে সর্বশেষ আপডেট,

২০১৯ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতে নিয়েছে আলফনসো কুয়ারনের ‘রোমা’ ছবিটি। মেক্সিকান এই ছবিটি নির্মিত হয়েছে স্প্যানিশ ভাষায়।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। ‘গ্রিন বুক’ ছবিতে অভিনয় করে তিনি এই পুরস্কার জিতেন। মাহেরশালা দুই বছর আগেও ‘মুনলাইট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতে নিয়েছিলেন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেগিনা কিং, ইফ বেলে স্ট্রিট কুড টক ছবিটির জন্য।

এছাড়া,
সেরা এনিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে, স্পাইডারম্যান: ইনট্যু দ্য স্পাইডার-ভার্স।

সেরা ডকুমেন্টারি ফিচার: ফ্রি সলো।

সেরা প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট।

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার।

সেরা সিনেমাটোগ্রাফি: রোমা, আলফানসো কুরনার।

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ভাইস, গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি।

সেরা সাউন্ড এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি।

বেস্ট ফিল্ম এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, জন অটোমেন।

বেস্ট এনিমেটেড শর্টফিল্ম: বাও

এবারের অস্কার আসর কিছুটা ব্যতিক্রম। কেভিন হার্ট অস্কার উপস্থাপনা থেকে সরে আসায় এবার আসরে নেই কোনও সঞ্চালক। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম এমনটা ঘটলো।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি