ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারার ‘লভ লাইফ’ নিয়ে মুখ খুললেন কারিনা!

প্রকাশিত : ১৬:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কারিনা কপূরের সঙ্গে সারা আলি খানের সম্পর্কটা বন্ধুর মতো। সিনেমা বা অভিনয় নিয়ে যেমন সারাকে পরামর্শ দেন কারিনা, তেমনই ডেটিং টিপসও শেয়ার করেন। এহেন সারার প্রেমের সম্পর্ক নিয়ে এ বার মুখ খুললেন কারিনা।

কার্তিক আরিয়ানের সঙ্গে সারা ডেট করতে চান— এ কথা প্রকাশ্যেই জানিয়েছেন সইফ-কন্যা। কিন্তু কার্তিক এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। বরং সারাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এ বার কার্তিক-সারাকে নিয়ে মুখ খুললেন কারিনা।

সম্প্রতি কর্ণ জোহরের শো-এ গিয়ে কারিনা বলেন, “কার্তিক খুব সুন্দর। আমার তো মনে হয়, সারার সঙ্গে ওকে ভাল মানাবে। ওরা একসঙ্গে সিনেমা করবে বলেও প্ল্যান করছে। কার্তিক সাধারণ দর্শকের জন্য। আর সারা নির্দিষ্ট কিছু দর্শকের জন্য। মাস এবং ক্লাস সব সময় ভাল কাজ করে।’’

এর আগে কারিনা জানিয়েছিলেন, সারাকে প্রথম হিরোর সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা। অর্থাত্ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন কারিনা। তা হলে কার্তিককে বেশি পছন্দ খান পরিবারের? সে ইঙ্গিতই কি দিলেন কারিনা?

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি