ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম গানেই শাকিব-ফারিয়ার চমক

প্রকাশিত : ১০:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২১:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

শাকিব ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার টিজার প্রকাশ হয় গত মাসে। এবার প্রকাশ হলো সিনেমার প্রথম গান। আর প্রকাশের পর একদিনেই চার লাখ ভিউ ছাড়িয়েছে গানটি। 

সোমবার বিকেলে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে ‘রসিক আমার মন বাঁধিয়া’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও কনা। সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের বাবা যাদব। এ ছাড়া শাহেনশাহ সিনেমার বাকি গানের শুটিং করা হয়েছে থাইল্যান্ড, কক্সবাজার ও এফডিসিতে।

এ বিষয়ে নির্মাতা শামীম আহমেদ বলেন, ‘এ গানে নতুন শাকিব খান ও নুসরাত ফারিয়াকে দেখবেন দর্শক। পুরোপুরি পার্টি ও ডান্সে ভরপুর হয়েছে গানটি। দৃষ্টিনন্দন সেট ও বড় আয়োজনের এ গান দর্শকদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, গত বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ সিনেমার মহরত অনুষ্ঠান। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পুবাইলে শেষ হয় এর কাজ।

শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন ও মিশা সওদাগর। 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি