ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রথমবারের মতো ওয়েব সিরিজ করছেন চঞ্চল এবং মিম

প্রকাশিত : ২২:২৩, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ২২:৩২, ৬ মার্চ ২০১৯

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। আলফা আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত ৬ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

এই প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানান, বিশ্বের নামিদামি তারকারা সবাই এখন ওয়েব সিরিজ করছে। এর আগে অনেকেই ওয়েব সিরিজ নিয়ে আমার সঙ্গে কথা বললেও গল্প এবং চরিত্র ভালো না লাগায় সেটা করা হয়নি। কিন্তু গোলাম সোহরাব দোদুল এই সিরিজের গল্প পড়ে ভালো লাগায় তাকে মানা করতে পারিনি। 

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, পুরান ঢাকার পুরনো এক বাড়িতে অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। এরপর ঘটে নানা ঘটনা। এমন কাহিনী নিয়ে নির্মিত হবে এই অনলাইন সিরিজটি।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেড শুরু থেকেই ভালো কাহিনী নিয়ে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আমরা প্রযোজনা করছি নতুন এই সিরিজটি। এই সিরিজটির দৃশ্যধারণ আগামী ১০ই মার্চ থেকে ঢাকার বিভিন্নস্থানে হবে। আর এই সিরিজের পোস্ট প্রোডাকশন হবে কলকাতায়। খুব শিগগিরই এটি বায়োস্কোপে দেখা যাবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি