ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় আজ তারকাবহুল দুই কনসার্ট

প্রকাশিত : ১২:০০, ৮ মার্চ ২০১৯

আজ বিশ্ব নারী দিবস। সেই সঙ্গে চলছে স্বাধীনতার মাস। আর এ উপলক্ষে রাজধানীতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই কনসার্ট।

বিকেল ৪টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে ‘ড্যান কেক রিদম অ্যান্ড ভাইব’ মিউজিক্যাল শো। ব্লু ফক্স আয়োজিত নারী দিবসের এই কনসার্টে পারফর্ম করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা ঐশী। তার পাশাপাশি কনসার্টে গাইবেন চ্যানেল আই মিউজিক্যাল প্রিমিয়ার লীগের সেরা শিল্পী বনি, নওশীন বিন্তি ও ব্যান্ড স্যভাগেরি।

বিকেল ৪টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

অপরদিকে, ‘স্বাধীন বাংলা কনসার্ট’ অনুষ্ঠিত হবে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে। লাইভ ইভেন্ট আয়োজিত এই কনসার্টে অনেকদিন পর মঞ্চে উঠতে দেখা যাবে নন্দিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে। তার পাশাপাশি কনসার্টে গাইবেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান ও ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ূয়া। কনসার্টে আরও থাকছে ব্যান্ড আভাস, দূরবীন, প্যান্ডোরা এবং কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী, ইলিয়াস ও একঝাঁক চলচ্চিত্রশিল্পীর পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল ও অভিনেতা অন্তু করিম ও ডিজে সানিকা।

এটি বিকেল ৩টায় শুরু হবে এবং চলবে সন্ধ্যা পর্যন্ত।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি থাকবেন। তার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে অতিথি থাকবেন বলে আয়োজকরা জানান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি