ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

প্রকাশিত : ১৩:২৩, ১২ মার্চ ২০১৯

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। সংগঠনটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম খবরটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল। সবকিছু ঠিক থাকলে ওই দিনই রাজধানীর শিল্পকলা একাডেমিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আসন্ন নির্বাচনে শিল্পীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ২১ জন শিল্পী। তাদের নিয়ে গঠিত হবে শিল্পী সংঘের নতুন কমিটি।

এবার নির্বাচন পরিচালনার জন্য তিনজন নির্বাচন কমিশনার ও তিনজন আপিল বিভাগে থাকবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ হাসান ইমাম। এবার শিল্পী সংঘের ভোটার সাড়ে আটশ’র মতো।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি