ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লিটন হাফিজের গান কলকাতার দেবদীপের কন্ঠে

প্রকাশিত : ২১:২৩, ১২ মার্চ ২০১৯

গানের জগতে পরিচিত একটি নাম লিটন হাফিজ চৌধুরী। শুধুমাত্র গানকে ভালোবেসে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন এ জগতে। তারই ধারাবাহিকতায় এবার তার লেখা ও সুরে ‘এক পাড়ে মন বসত করে’ গানে কণ্ঠ দেবেন কলকাতার ফোক ব্যান্ড কায়া’র সদস্য দেবদীপ।

কায়া’র বেস্ট গিটারিস্ট অরিন্দম চ্যাটার্জি বলেন, ‘লিটন ভাই আমাদের বন্ধু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে আমাদের গান নিয়ে কথা হয়। তিনি আমাদের গান শেয়ার করেছেন এবং আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও বিষয়টা ইতিবাচকভাবেই নিয়েছি। তার লেখা ও সুর করা গান ‘এক পাড়ে মন বসত করে’ আমাদের ব্যান্ড মেম্বার দেবদীপের কণ্ঠে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছি।’

কন্ঠশিল্পী লিটন হাফিজ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। কয়েক বছর আগে আমার বন্ধু বিক্রম আদিত্যের মাধ্যমে আমি কায়া’র শিল্পী অরিন্দম দা’র সঙ্গে পরিচিত হই। সেই থেকে তাদের গান আমি ফলো করে আসছি। সেই থেকেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে আসছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমার। এতে খুবই ভালো লাগছে।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি