ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমৃতার সঙ্গে শেষ কোথায় সময় কাটিয়েছিলেন সাইফ?

প্রকাশিত : ১১:৩৪, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সাইফ আলি খান এবং অমৃতা সিংহের প্রায় ১৫ বছর হল বিচ্ছেদ হয়েছে। তাদের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম খানকে নিয়ে আলাদা থাকেন অমৃতা। কিন্তু সাইফের সঙ্গে সন্তানদের নিয়মিত যোগাযোগ আছে। কিন্তু অমৃতার সঙ্গে শেষ বার কোথায় সময় কাটিয়েছিলেন সইফ? এতদিন পরে শেয়ার করলেন সেই গোপন তথ্য।

করণ জোহরের শো-এ কিছুদিন আগে উপস্থিত হয়েছিলেন সাইফ এবং সারা। সেখানে করণ জানতে চান, কোথায় শেষ বার অমৃতার সঙ্গে সময় কাটিয়েছিলেন সাইফ?

সে প্রশ্নের উত্তরে নায়ক বলেন, ‘‘কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সারাকে ভর্তি করতে গিয়েছিলাম। তখন নিউ ইয়র্কে আমরা এক সঙ্গে ডিনার করেছিলাম। ওটাই শেষ বার অমৃতার সঙ্গে সময় কাটিয়েছিলাম।’’

এর পরই সারা বলেন, ‘‘মা, বাবা দু’জনেই ছিল তখন আমার সঙ্গে। আসলে আমি আর বাবা ডিনার করছিলাম। আমরা মাকেও ফোন করে ডেকে নিয়েছিলাম।”

বলিউডে কেরিয়ার শুরুর সময়েও বাবা-মা দু’জনের কাছ থেকেই পরামর্শ পেয়েছেন সারা। এমনকি কারিনা কপূরও তাকে টিপস দিয়েছেন। সব মিলিয়ে সারা-ইব্রাহিমকে বড় করার ক্ষেত্রে অমৃতা, সাইফ দু’জনেই সমান দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি