ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কনা-মাহতিম সাকিবের গানে সুমন-তিশা

প্রকাশিত : ১১:৫৪, ১৬ মার্চ ২০১৯

কণ্ঠশিল্পী কনা ও মাহতিম সাকিবের প্রথম দ্বৈত গান ‘কিছু মুখ’। গানটি গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে। জনি হকের কথায় গানটির সুর করেছেন নাভেদ পারভেজ। গানের ভিডিওতে অভিনয় করেছেন তিশা ও এবিএম সুমন। গানটি ব্যবহার করা হয়েছে অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত ‘কুয়াশা’ ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, মনে হয়েছিল তারা দুজন একসঙ্গে গাইলে ভালো কিছু হবে সেজন্য তাদের দিয়েই গানটি করিয়েছি।

মাহতিম সাকিব ও কনার গাওয়া এ গানে অভিনয় করেছেন এবিএম সুমন ও নুসরাত ইমরোজ তিশা। তারা দুজনেই কুয়াশাতে অভিনয় করেছেন। ইনোভেট সলিউশনের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

এর আগে ‘কুয়ায়শা’র ট্রেলার প্রকাশ পায়। ট্রেলারে ফুটে উঠে নানা সাসপেন্স। শিগগির পুরো ওয়েব সিরিজটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা রাজ।

গানটি দেখতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি