ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনের শুটিং-এ আহত পপি

প্রকাশিত : ১৪:৫১, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। গুরুতর না হলেও হাতে-পায়ে আঘাত পেয়েছেন নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তৌহিদুল ইসলাম। 

তিনি জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিয়ে স্কুটি চালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। অভিনেত্রী একটি বীমা কোম্পানির প্রচারণামূলক বিজ্ঞাপনের শুটিং করতে শুক্রবার চট্টগ্রামে গিয়েছিলেন। সেখানে শুটিংয়ে স্কুটি চালাতে গিয়েই পড়ে যান তিনি।’

তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘শুটিংয়ের সময় পপিকে বললাম, আপনি স্কুটি চালাতে পারেন? তিনি জানালেন, তিনি সাইকেল চালাতে পারেন। এরপর তিনি সাহস করে স্কুটিতে চড়ে বসলেন। কিন্তু স্কুটি ঘোরাতে গিয়ে পড়ে যান তিনি।’

এ বিষয়ে পপি জানান, ‘শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্য ছিল। মোড় ঘুরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি এবং পড়ে যান। এতে হাতে পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার পর শুটিং বন্ধ হযে যায়। বিশ্রামে আছেন নায়িকা। রোববার ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি