ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার সিনেমায় বন্যা মির্জা

প্রকাশিত : ১২:২১, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩৪, ১৮ মার্চ ২০১৯

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। নাটকে ইদানিং কম দেখা গেলেও মিডিয়াতে সরব তিনি। তবে নতুন খবর হচ্ছে বন্যা অভিনয় করছেন নতুন একটি সিনেমায়।

হাসান আজিজুল হকের ‘ঘর গেরস্থি’ গল্প নিয়েই নির্মাণ করা হচ্ছে নতুন একটি সিনেমা। এই সিনেমাতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা।

আকরাম খানের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন মাসুদুর রহমান রামিন। চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে।

এ বিষয়ে বন্যা মির্জা বলেন, ‘হাসান আজিজুল হকের লেখা গল্পের সিনেমাতে অভিনয় করছি এটা আমার কাছে অন্যরকম ভালোলাগা। সিনেমাটি মূলত মুক্তিযুদ্ধের কিছু গল্প নিয়েই নির্মাণ হচ্ছে। আমার বিশ্বাস ভালো একটি সিনেমা হবে এটি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি