ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই প্রথম সিনেমার গানে চিশতী বাউল

প্রকাশিত : ১৩:৫৭, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:০০, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

‘বেহায়ামন’ গান খ্যাত শিল্পী চিশতী বাউল। এই প্রথম চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন তিনি। ‘আবার বসন্ত’ নামের একটি চলচ্চিত্রে ‘মিলন হবে কত দিনে’ শীর্ষক গানের রিমেক র্ভাসনে কন্ঠ দিয়েছেন তিনি।

নতুন করে গানটিতে সুর করেছেন কলকাতার দোলন মাইনাক। একজন ৬০ উর্ধ্ব বাবার অবসর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে। সেখানে তারিক আনম খান বাবার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে থাকছেন অর্চিতা স্পর্শিয়া।

স্পর্শিয়া ছাড়াও মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিদ, আনন্দ খালিদসহ আরো অনেকেই অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলিজিস লিমিটেড।

উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে সিনেমাটি মুক্তি পাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি