ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমরাহ করতে মাকে নিয়ে সৌদি আরবে স্পর্শিয়া

প্রকাশিত : ১২:৩৭, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মাকে নিয়ে সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে গেছেন তিনি। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিজেই জানান দিয়েছেন অভিনেত্রী। গতকাল শুক্রবার সকাল ৯টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন স্পর্শিয়া। 

যেখানে স্পর্শিয়া লেখেন, ‘‘মা’র স্বপ্ন, ইচ্ছা পূরণ করতে মা’র সঙ্গে ওমরাহ এ মক্কায় আছি এক সপ্তাহ হলো। যারা জানে না তারা বলছে আমি দুবাইতে কোনো অসৎ কাজে আছি। যারা জানে তারা আমার ওমরাহ করা নিয়ে মজা নিচ্ছে। কয়েকজন বলছে এটা সিনেমার প্রচারণা ফাঁকি দেয়ার অজুহাত।

ফিরে আসার পর খোলামেলা পোশাক পরলে বা ছবি দিলে (যা দিব) অনেক স্বল্প জ্ঞানী মানুষ দোজখের আগুনে পুড়াবে। সামনে পূজায় কলাবাগান- ধানমণ্ডি পূজা আয়োজনে প্রতি বছরের মত সামিল থাকলে আবারও সবার কৌতুহল আর গবেষণা শুরু হবে স্পর্শীয়া হিন্দু না মুসলিম? এবার তো সবাই জানলো মা মুসলিম। তাহলে কি বাপ হিন্দু? ...আরো কত কি!

আমি ব্যাস খুশি যে নিজের পায়ে, মা’র হাত ধরে ওমরাহ সম্পূর্ণ করতে পেরেছি। (সেটার জন্য মাকে ধন্যবাদ কারণ আমাকে সে নিয়ে এসেছে)।

সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন আপনাদের মন এবং মানসিকতায় পরিচ্ছন্নতা আসে। আমিন।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি