ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নতুন গান নিয়ে আসছেন ন্যান্সি

প্রকাশিত : ১৩:১৪, ২৭ মার্চ ২০১৯

সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। যদিও গানে এখন আর নিয়মিত দেখা যায় না তাকে। তবে সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ গায়িকা। গানের শিরোনাম ‘কখন কে কার হবে’।

নতুন এ গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অমিত চ্যাটার্জি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটির কথা খুব চমৎকর। সুর-সঙ্গীতও ভালো লাগার মতো। রেকর্ডিংয়ের সময় খুব উপভোগ করে গেয়েছি। আমার বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই গানটির মিউজিক ভিডিও একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি কলকাতার একটি নাটকেও এ গানটি ব্যবহার করা হবে বলে ন্যান্সি জানান।

এদিকে কলকাতায় আরও কয়েকটি গান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এ গায়িকা। গানে নিয়মিত না দেখা গেলেও, স্টেজ শো নিয়েই ব্যস্ততা রয়েছে তার।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি