ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজের সিনেমা ‘পরিণীতা’ দিয়ে ফিরছেন শুভশ্রী

প্রকাশিত : ১৫:০৯, ২৭ মার্চ ২০১৯

টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর বহুদিন হল সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। স্বামী-সংসার আর বৈবাহিক বিরতিতে ছিলেন নায়িকা। এবার বিরতি ভেঙে পর্দায় ফিরছেন তিনি। তাও আবার রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘পরিণীতা’র মধ্য দিয়ে।

এরই মধ্যে হয়ে গেল সিনেমার শুভ মহরৎ। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। এই সিনেমাতে শুভশ্রী ছাড়াও দেখা যাবে অভিনেতা হৃত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও আদৃতকে। প্রযোজনার পাশাপাশি এই সিনেমার পরিচালনাও করবেন রাজ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করবেন অর্কপ্রভ মুখোপাধ্যায়।

 

এদিকে ইতিমধ্য়ে ‘পরিণীতা’র শুটিং শুরু হয়ে গেছে। আগামী অগস্টেই সিনেমাটিকে মুক্তি দেওয়ার কথা ভাবছেন রাজ।

এদিকে বিয়ের পর দীর্ঘদিন পর্দার বাইরেই ছিলেন শুভশ্রী। ফের তার পর্দায় ফেরা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা গেছে। যদিও মাঝে রাজ চক্রবর্তীর পরিচালনাতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে সিনেমার পর্দায় বিয়ের পর এই প্রথম।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি