ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভিডিও ভাইরাল

কনসার্টের দর্শকদের মাথায় আস্ত কেক ছুঁড়ে মরলেন প্রিয়াংকা-নিক

প্রকাশিত : ১৩:২৮, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আপন মানুষ, প্রেমের মানুষ, প্রিয় মানুষ- নিক জোনাসের সঙ্গেই কাঁটছে তার মধুর সময়। যিনি এখন অধিকাংশ সময়ই তার সঙ্গে সময় কাটান। এ মুহুর্তে রয়েছেন আমেরিকায়। সম্প্রতি মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তিনি। সেখানে এই যুগল একটি মিউজিক কনসার্টে হাজির হন। এ সময় তাদের সঙ্গ দিয়েছিলেন নিকের ভাই জো জোনাস। প্রত্যেকেই স্টিভ ওকির সঙ্গে মেতে ওঠেন উল্লাসে।

যে কনসার্টের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কনসার্টে উপস্থিত দর্শকদের দিকে আস্ত কেক ছুঁড়ে মারছেন প্রিয়াংকা, নিক ও আরও অনেকে।

ভিডিওতে দেখা যায়- প্রথমে কেক ছুড়ে মারেন প্রিয়াংকা, এরপর নিক। ছুড়ে মারা কেকগুলো উপস্থিত দর্শকদের মাথা ও চোখ-মুখে গিয়ে পড়ছে।

যদিও এই কেক পেয়ে উল্লাস করতে দেখা যায় দর্শকদের। ভিডিওতে সবাইকে এ নিয়ে উল্লাস করতে দেখা যায়।

দেখুন সেই ভিডিও :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি