ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ওয়েব সিরিজে একসঙ্গে তিন তারকা

প্রকাশিত : ১৮:৩৯, ১ এপ্রিল ২০১৯

ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিন তারকা। বর্তমানে অনলাইন মাধ্যমে সবার নাটক দেখার আগ্রহ বাড়ছে। সে জন্য তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েব সিরিজ। আর এসব সিরিজে নাম লেখাচ্ছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

প্রথমবারের মতোএকটি ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করছেন পপি, রিয়াজ ও নিপুণ। সিরিজটির নাম ‘গার্ডেন গেম’। এটি পরিচালনা করছেন তৌহিদ মিতুল। বায়োস্কোপ অ্যাপস থেকে সিরিজটি প্রচার হবে। প্রযোজনাও করছেন এ প্রতিষ্ঠান।

আগামী ৬ এপ্রিল থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিরিজটি প্রসঙ্গে বায়োস্কোপের রেবেকা সুলতানা বিন্তি বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই ঠিক সেভাবে আমাদের সিনিয়র অভিনয়শিল্পীদের সম্পর্কে জানেন না। তাদের সামনে এ অভিনয়শিল্পীদের সঠিকভাবে তুলে ধরার জন্যই আমরা পপি, নিপুণ ও রিয়াজের মতো দক্ষ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছি। এছাড়া চলচ্চিত্র শিল্পীদের নিলে একটি ফিল্মিক বিষয়ও কাজ করে। আশা করছি, আমাদের উদ্দেশ্য সফল হবে।’

নায়িকা পপি এর আগে ‘ইন্দুবালা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে রিয়াজ ও নিপুণের এটি প্রথম কাজ।

রিয়াজ বলেন, ‘এর আগে কখনও ওয়েব মাধ্যমে কাজ করিনি। তাই অনুভূতির কথা আগে থেকেই বলতে পারছি না। এটাই প্রথম। গল্প শুনেছি। ভালো লেগেছে। আশা করছি, ভালো কিছু হবে।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি