ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সিয়াম-পরী

প্রকাশিত : ১০:১৬, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। এই গুনি নির্মাতা এ পর্যন্ত প্রায় চারশ’ এর বেশি একঘণ্টার নাটক পরিচালনা করেছেন। এবার তিনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা নাম ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

বুধবার ঢাকার এক অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রধান দুই অভিনয়শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা।

জানা গেছে, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। দীর্ঘদিন পর নতুন সিনেমাতে কাজ করছেন পরী।

এ বিষয়ে পরীমনি বলেন, ‘অনেকদিন ধরেই মনের মতো গল্প পাচ্ছিলাম না বলেই নতুন সিনেমার সঙ্গে যুক্ত হইনি। চয়নিকা চৌধুরী দিদির এই গল্পটি ভালো লাগায় এতে অভিনয়ে রাজি হয়েছি। এই সিনেমাতে আমার সহশিল্পী সিয়াম। ওর সঙ্গেও আমার প্রথম কাজ হবে। আশা করছি ভালো কিছু হবে।’

সিনেমাতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। আগামী জুন থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানান পরিচালক। সিনেমার চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি