ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় ‘শাজাম’ মুক্তি পাচ্ছে আজ

প্রকাশিত : ০৯:১৪, ৫ এপ্রিল ২০১৯

আজ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত সিনেমা ‘শাজাম’। ডিসি ইউনিভার্সের চলচ্চিত্র অ্যাকুয়াম্যানের বক্স অফিস কাঁপানো সাফল্যের পর ‘শাজাম’ নিয়েও দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে।

আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই সিনেমাটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। বিশেষ করে ঢাকার দর্শক। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে অভিনেতা জ্যাকারি লেভি প্রকাশিত ট্রেলার ও টিজারের মাধ্যমে ‘শাজাম’ অনেকের মন জয় করেছে।

১২ বছরের এতিম ছেলে বিলি ব্যাটসন। ছোটবেলায় সে বিভিন্ন প্রতিপালক বাবা-মায়ের কাছে বড় হতে থাকে। কিন্তু বেশিরভাগ পরিবারেই সে বেশিদিন টিকতে পারে না। অনেক পরিবারে ঘোরাঘুরি করার পর অবশেষে একটি পরিবারে এসে থিতু হয়। এভাবে এগিয়ে যায় সিনেমার গল্প।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি