ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফারুকীর সিনেমায় নওয়াজ

প্রকাশিত : ১৪:৩৪, ৫ এপ্রিল ২০১৯

মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা ‘নো ম্যান্স ল্যান্ড’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী। যিনি বলিউডে সবার মন জয় করে এবার বাংলা সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন।

সিনেমার মূল চরিত্রের পাশাপাশি খলনায়ক, জোকার এমনকি আমাদের সমাজের বিভিন্ন রসালো ও রহস্যময় স্নেহকাতর অভিনয়-দক্ষতা দেখিয়ে দিনে দিনে সিনেমা নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অভিনেতা। দিনে দিনে অনেকেরই চোখের মণি হয়ে উঠেছেন নওয়াজ।

এবার মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘নো ম্যান্স ল্যান্ড’ নামক এই সিনেমাটিকে ফুটিয়ে তোলার জন্য ফারুকী বেছে নিয়েছেন নওয়াজকে। সিনেমাটির বেশির ভাগ শুটিং করা হবে নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া ও ভারতের মাটিতে।

এই প্রথম ইংরেজি ভাষার কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নওয়াজ। তিনি মনে করেন চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে নিজেকে তুলে ধরার এটাই সুযোগ।

এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীও এই প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে নওয়াজের সঙ্গে পরিচয় হয় ফারুকীর। ঠিক তখনই নওয়াজকে নিয়ে কাজ করার প্রস্তাব দেন ফারুকী। নওয়াজও সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তাই সব অবসান ঘটিয়ে খুব শীঘ্রই সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি