মথুরায় হেমা মালিনীর ভাগ্য
প্রকাশিত : ১৩:২৯, ১৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:২১, ১৭ এপ্রিল ২০১৯
ড্রিম গার্ল হেমা মালিনীর ভরসা দুই পুরুষ! প্রথমজন নরেন্দ্র মোদি। আর দ্বিতীয়জন ধর্মেন্দ্র। ভারতের লোকসভা ভোটের দ্বিতীয় পর্বের ৯৭টি আসনের মধ্যে মথুরাও রয়েছে৷ এই আসনে দ্বিতীয়বারের জন্য দাঁড়িয়েছেন হেমা৷
মথুরা এমন একটি কেন্দ্র যেখানে সমাজবাদী বা বহুজন সমাজ পার্টি কখনও জেতেনি৷ তাই সম্ভবত তারা আসনটি ছেড়ে দিয়েছে অজিত সিং-এর আরএলডি-কে৷ তারা এখান থেকে প্রার্থী করেছেন জাঠ নরেন্দ্র সিংকে৷ গতবার হেমা মালিনী জিতেছিলেন তার বলিউডি গ্ল্যামার এবং মোদি-হাওয়ার জোরে৷ কিন্তু মুশকিল হল, অধিকাংশ ক্ষেত্রে তারকা প্রার্থীদের প্রতি আকর্ষণ একবারই থাকে৷ পাঁচ বছরে সাধারণত তাদের দেখা নির্বাচনকেন্দ্রে পাওয়া যায় না৷ সাধারণ মানুষ তার ধারেকাছে ঘেঁষতে পারেন না৷ হেমা ও বিজেপি নেতারা সেটা বোঝেন না তা নয়৷ তা সত্ত্বেও হেমা মথুরা থেকেই দাঁড়াবার জন্য জেদ করেছিলেন৷ তার মনোনয়নপত্র পেশের পর জনসভায় লোক হয়নি, এটাও সত্যি৷ তবে এতকিছুর পরেও হেমা লড়াইয়ে আছেন এবং বিজেপি নেতারা তার জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, তার কারণ হল, নরেন্দ্র মোদি৷
শ্রীকৃষ্ণ জন্মস্থানের শহরে এবং ঐতিহাসিক ব্রজভূমিতে মোদির প্রতি ভোটদাতাদের একাংশের সহানুভূতি আছে৷ আগের মতো মোদি ঝড় না থাকলেও এই সহানুভূতিটুকু মুছে যায়নি৷ তাছাড়া আরএলডি প্রার্থীর মোকাবিলায় ধর্মেন্দ্রকেও নিয়ে এসেছিলেন হেমা৷ দু-দিন ধরে ধর্মেন্দ্র মথুরায় ঘুরে ঘুরে বলেছেন, তিনি হলেন নিখাদ জাঠ৷ এখনে তিনি নিজের হাতে চাষ করেছেন৷ তারপর মুম্বাই গিয়ে সাফল্য পেয়েছেন৷ এ হেন তারকা-জাঠের স্ত্রী-র প্রতি আম-জাঠের মহানুভূতি পাওয়ার মরিয়া চেষ্টা৷ ফলে হেমা মালিনী ব্রজভূমি থেকে দ্বিতীয়বারের জন্য জিতলে এই দুই কারণের জন্যই জিতবেন৷ কিন্ত্ত এই এলাকায় অজিত সিং-এর দলের প্রভাব দীর্ঘদিন ধরেই আছে৷
তাই নরেন্দ্র মোদির মতোই হেমার আরেক ভরসার নাম ধর্মেন্দ্র। শেষ বেলার প্রচারে স্বামী ধর্মেন্দ্রই তাই মুশকিল আসানের ভূমিকায়।
সূত্র: এই সময়
একে//