ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মেহজাবিনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৩:১৪, ১৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ১৯ এপ্রিল ২০১৯

নাট্যাঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় আছেন নাট্যাভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আজ তার জন্মদিন। তবে আজকের দিনটি নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। কিন্তু আজ এবং আগামীকাল কোনো শুটিং রাখেননি তিনি।

বিগত কয়েক বছর ধরে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে নিজের সহজাত অভিনয় দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন এ অভিনেত্রী। গেলো বৈশাখে তার দুটি নাটক আলোচনায় এসেছে। এগুলো হচ্ছে আফরান নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা নাটক ‘টম এন্ড জেরী’ ও ‘নয়না’। দুটি নাটক নির্মাণ করেছেন অমি ও মিজানুর রহমান আরিয়ান।

এ ছাড়াও শাহনেওয়াজ রাসেলের ‘আমি প্রেমিক’, মাহমুদুর রহমান হিমির ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’, মাকসুদুর রহমান বিশালের ‘প্রমিজ’ নাটক তিনটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অন্যটিতে আছেন আফরান নিশো। নিজের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলায় বরাবরের মতোই উচ্ছ্বসিত মেহজাবিন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি