ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ২৩:৪৩, ২৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ... ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর অ্যপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রয়াত সালেহ আহমেদের মামাত ভাই আহসানুল হক মিনু।

তিনি বলেন, ‘স্ট্রোক করে মারা গেছেন তিনি। এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন। তখন চিকিৎসা করার পর কিছুটা ভালো ছিলেন। তারপর আবার ফুসফুসে পানি জমেছিল, কিডনিতে সমস্যা দেখা দেয়। কয়েকদিন আগে মাইল্ড স্ট্রোক করায় আমরা হাসপাতালে নিয়ে আসি।’

আহসানুল হক মিনু বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আজ দুপুর ১২টার দিকেই চিকিৎসকরা জানান, তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। যেকোনো সময় মারা যেতে পারেন। এরপর হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পরই তিনি মারা যান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি