ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বলিউডের তারকা মায়েরা

প্রকাশিত : ১৪:২৯, ১২ মে ২০১৯

তারকারা যে শুধু ক্যামেরার সামনেই মায়ের চরিত্রে অভিনয় করেন বিষয়টি কিন্তু তেমন নয়। ব্যক্তিগত জীবনেও অনেক তারকা আছেন যারা নিজেরাই ‘মা’। একদিকে সন্তান লালনপালন, অন্যদিকে ক্যারিয়ার, দুটিই সামলান তারা। আজ ‘বিশ্ব মা দিবস’। বলিউডের তারকা মায়েদের নিয়ে তৈরি করা হলো এ প্রতিবেদন-

মালাইকা অরোরা :

চল্লিশের পরেও যে নতুন করে জীবন শুরু করা যায়, তা বুঝিয়ে দিয়েছেন মালাইকা। ছেলে আরহানের বয়স এখন ১৬ পেরিয়েছে। কিন্তু মালাইকাকে দেখে তা বোঝার উপায় নেই। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে জীবনটাকে উপভোগ করছেন তিনি। পাশাপাশই ফিটনেস এবং লাক্সারি ক্লোদিংয়ের ব্যবসাও রয়েছে তার।

লিজা হেডেন :

একসময় চুটিয়েঅভিনয় করেছেন এই তারকা। তবে এই মুহূর্তে ছেলে জ্যাককে নিয়েই ব্যস্ত তিনি। তার মধ্যেই উঠতি মডেলদের গাইড করেন। অংশ নেন বিভিন্ন রিয়্যালিটি শো-তে।

শিল্পা শেট্টি :

ছেলে ভিয়ান এবং স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে নিউক্লিয়াস পরিবার শিল্পার। তাই বলে শুধু সংসার নিয়ে ব্যস্ত নন তিনি। বরং একাধিক টেলিভিশন শো-তে কাজ করছেন। তার যোগব্যায়ামের ডিভিডিও ব্যাপক জনপ্রিয়।

গৌরী খান :

একসময় শাহরুখ খানের স্ত্রী হিসাবেই মায়ানগরীতে পরিচিত ছিলেন গৌরী খান। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেছেন তিনি। তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রাম এবং তারকা শাহরুখ খানের সঙ্গে ঘর করার পাশাপাশি নিজের ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসাও সামলান তিনি। টুকটাক বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

ঐশ্বরিয়া রাই বচ্চন :

এক সময়ের বিশ্ব সুন্দরী, আজ তিনি কারও সংসারের রমনি। তিনি বচ্চন পরিবারের বউমা ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক, শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়াকে নিয়ে তার সংসার। তার মধ্যেই পুরোদস্তুর ওয়ার্কিং ওম্যান ঐশ্বরিয়া। সুদূর কান চলচ্চিত্র উৎসবেও নিয়ম করে দেখা দেন। মেয়েকেও নিয়ে যান সঙ্গে।

কারিনা কাপূর :

কারিনা তার জনপ্রিয়তা উচ্চতায় থাকাকালীনই বিয়ে করেন সাইফ আলি খানকে। তবে বিয়ের পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মা হওয়ার পরও ঘরে বসে থাকেননি অভিনেত্রী। বরং ছেলে তৈমুরকে নিয়েই মাঝেমধ্যে শুটিংয়ে পৌঁছে যান কারিনা।

সুস্মিতা সেন :

বিয়ে করেননি সুস্মিতা। তাই বলে কাঁধে দায়িত্ব কিন্তু কম নয়। দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়েই সংসার তারা। সন্তানদের পড়াশোনা থেকে হবি— সবকিছুরই খেয়াল রাখেন তিনি। তার মধ্যেই নিজের কাজও সামলান।

মীরা রাজপুত :

মীরার বয়স মাত্র ২৪ বছর। তার মধ্যেই দুই সন্তানের মা হয়েছেন শাহিদ কাপূরের স্ত্রী। ওয়ার্কিং ওম্যানদের নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধিয়েছিলেন একসময়। তবে ইদানীং তিনি নিজেও টুকটাক কাজ করছেন। বিখ্যাত প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

জেনেলিয়া ডি’সুজা :

জেনেলিয়ার সংসার স্বামী রিতেশ দেশমুখ এবং দুই ছেলে রিয়ান এবং রাহিলকে নিয়ে। বিয়ের পর সেভাবে অভিনয়ে না ফিরলেও, বিজ্ঞাপন এবং নারী স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তাকে। মরাঠি সিনেমাতে প্রযোজনাও করেন তিনি।

সুজান খান :

হৃতিক রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তবে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তার। দুই ছেলে রিধান এবং রেহানেকে নিয়ে মাঝেমধ্যেই একসঙ্গে সিনেমাও দেখতে যান তারা। বেড়াতেও যান একসঙ্গে। পাশাপাশি নিজের ব্যবসাও চালান সুজান। মালাইকা আরোরা এবং বিপাশা বসুর সঙ্গে যৌথ ভাবে ব্যবসাও করেন তিনি।

টুইঙ্কল খন্না :

স্বামী অক্ষয়কুমার এবং দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে তার সংসার। ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসাও রয়েছে টুইঙ্কলের। তবে ইদানীং লেখালেখিতে মন দিয়েছেন। বেশ কয়েকটি বইও রয়েছে তার।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি