ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

অভিনয় না করাটাই বাবার কাছে যন্ত্রণার: রণবীর

প্রকাশিত : ১২:৪২, ১৩ মে ২০১৯

নিউ ইয়র্কে দীর্ঘ কয়েক মাস ধরে ক্যানসারের চিকিত্সা চলছে বলিউড অভিনেতা ঋষি কপূরের। আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সে খবর।

কিন্তু এতদিন কাজ থেকে দূরে থাকাটাই ঋষির যন্ত্রণার কারণ। সে কথা প্রকাশ্যে বললেন ঋষির ছেলে রণবীর কপূর।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেন, ‘‘গত একটা বছর বাবার কাছে খুব কঠিন ছিল। জীবনে বাবার একমাত্র ইচ্ছে সিনেমায় অভিনয় করা। ফলে এই একটা বছর বাবা কাছে কিছুটা পিছিয়ে পড়ার মতো। বাবা নিজের জন্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে।’’

কিছুদিন আগে ঋষি বলেছিলেন, ‘‘১৮ মাস ধরে আমেরিকায় আমার চিকিত্সা চলছে। এখন আমি ক্যানসার ফ্রি। এই লড়াইয়ে নীতু পাশে না থাকলে আমি সামলাতে পারতাম না।

আমার সন্তানেরা রণবীর, ঋদ্ধিমা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখনও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে। আরও দু’মাস লাগবে কম করে। আমার পরিবার এবং অনুরাগীদের প্রার্থনা কাজে লেগেছে। সকলকে ধন্যবাদ।’’

সুস্থ হয়ে ঋষি ভারতে ফিরুন, এই প্রার্থনাই করছেন তার পরিবার এবং অনুরাগীরা। প্রিয় অভিনেতাকে ফের অনস্ক্রিন দেখতে আগ্রহী দর্শক।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি