প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ
প্রকাশিত : ১২:২৪, ১৬ মে ২০১৯ | আপডেট: ১২:২৫, ১৬ মে ২০১৯
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ। প্রায় ১০ দিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি ফুসফুসের সমস্যা আর হৃদরোগে ভুগছেন এই শিল্পী। কিছুদিন আগেই ভারত থেকে চিকিৎসা করিয়ে এসেছেন।
খালিদ হোসেনের নিয়মিত খোঁজখবর রাখছেন তার গানের ছাত্র পরদেশী সিদ্দিক। শিল্পীর অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘স্যার দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন, তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। প্রতি মাসে তাকে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেওয়া হচ্ছিল। তার শরীর আর সেটা নিতে পারছে না। ফলে তিনি আরো দুর্বল হয়ে পড়েছেন।’
গত ২৪ জুলাই খালিদ হোসেনের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আরও পড়ুন : ‘সুবীর নন্দীর গান থেকে তরুণ শিল্পীদের অনেককিছু শেখার অাছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিদ হোসেনের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলেও জানান সিদ্দিক।
উল্লেখ্য, প্রায় পাঁচ দশক ধরে নজরুল গবেষণা এবং নজরুলসংগীতের শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করছিলেন খালিদ হোসেন। ছয়টি নজরুলসংগীতের পাশাপাশি একটি আধুনিক ও ১২টি ইসলামী গানের অ্যালবাম রয়েছে তার।
এসএ/