ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিককে বিয়ে করলেন চিত্রনায়িকা জলি

প্রকাশিত : ১২:৪৩, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে ধরা দিলেন চিত্রনায়িকা জলি। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পরিনতি ঘটলো। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে তার।

গত ১৬ মে পারিবারিকভাবে বাগদান হয়েছে অভিনেত্রীর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জলি। এমন কি নিজের ফেসবুকেও জানান দিয়েছেন তিনি।

জলি জানান, হবু বর আরাফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত। বাগদান হলেও বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

চিত্রনায়িকা বলেন, ‘আমাদের সম্পর্ক পাঁচ বছরের পুরনো। তখনও আমি নায়িকা হইনি। তবে এখনও আমি তার কাছে সাধারণ হিসেবেই আছি। ভালোবাসার মানুষটির সঙ্গে বিয়ে হচ্ছে, এটা আমার জন্য আনন্দের বিষয়। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত করবো শিগগিরই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৬ সালে ‘অঙ্গার’ দিয়ে অভিষেক হয় জলির। এরপর ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছেন এই উঠতি নায়িকা। সেই সঙ্গে বিজ্ঞাপনেও নিজেকে মেলে ধরেছেন জলি।

এদিকে ‘ডেঞ্জার জোন’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি