নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই
প্রকাশিত : ২৩:০৯, ২২ মে ২০১৯ | আপডেট: ০৮:৫৫, ২৩ মে ২০১৯
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ... রাজিউন)।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন একুশে পদকপ্রাপ্ত এ গুণি শিল্পী। হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
এরআগে গত ১৪ মে (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন। এদিন শিল্পীর পুত্রবধূ সুমি বলেন, উনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা বলেছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, কিছু দিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন- তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। হচ্ছেও তাই।
তিনি বলেন, উনাকে প্রতি মাসে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হচ্ছিল। এখন সেটিও স্যারের শরীর সহ্য করতে পারছে না। ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন।
সর্বশেষ আজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ গুণি শিল্পী।
আই//